পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२झ ञ: ] উঞ্চোৎস ও নদনদী। g|రి হইতে প্রথমতঃ দক্ষিণদিকে প্রবাহিত হয়, তংপর কিয়ার পর্যন্ত পূৰ্ব্ববাহিনী হইয়া কিঞ্চিৎ উত্তরদিকে গমন করিয়াছে; এবং পুনরায় দক্ষিণপূৰ্ব্বাভিমুখে মাণিকগঞ্জ পর্য্যন্ত আগমন করিয়া ক্রমে সাভার পর্যন্ত পূৰ্ব্ব দিকে প্রবাহিত হয়। সাভার হইতে ফুলবাড়িয়ার কিঞ্চিৎ দক্ষিণে আসিয়া বুড়িগঙ্গার সহিত সংযুক্ত হইয়াছে। এই সঙ্গমস্থান হইতে ক্ৰমে দক্ষিণপূর্বাভিমুখে রোহিতপুর, কুচিয়ামোড়, পাথরঘাটা এবং রামকৃষ্ণদীর নিকট দিয়া গমন করতঃ পাইনার দক্ষিণে সিংদহ নামক ইহার একটি শাখা নদীর সহিত সংযুক্ত হইয়াছে। ঐ স্থান হইতে পশ্চিমদী, সরাইল, কোণ্ডা, প্রভৃতি স্থান দিয়া কতকদূর পৰ্য্যন্ত পূৰ্ব্বাভিমুখে প্রবাহিত হইয়া তুইরার সন্নিহিত স্থান হইতে নারায়ণগঞ্জ এবং মদনগঞ্জ বন্দরদ্বয়ের দক্ষিণে লক্ষ্যানদীর সহিত সংযুক্ত হইয়৷ কিঞ্চিৎ পূৰ্ব্ব দিকে মেঘনাদ নদের সহিত মিলিত হইয়াছে। লক্ষ্য, ধলেশ্বরী এবং মেঘনাদ এই তিনটি নদীর সঙ্গমস্থল অত্যন্ত ভয়ানক। এই স্থানকে “কলাগাছিয়া” বলে। মুন্সীগঞ্জ, ফিরিঙ্গী বাজার, রিকাবীবাজার, মিরকাদিম, আবদুল্লাপুর, তালতলা, ফুরশাইল, বয়রাগাদী প্রভৃতি গ্রাম হইরে দক্ষিণ তটে অবস্থিত। যবৃনার উৎপত্তির পূৰ্ব্বে ধলেশ্বরী, করতোয় ও আত্ৰেয়ী এই নদীত্রয়ের সম্মিলিত প্রবাহ হুরসাগরের সহিত মিলিত ছিল। যখুনার উৎপত্তির পর হইতে করতোয়ার সহিত ধলেশ্বরী নদীর সম্বন্ধ বিচ্ছিন্ন হইয়া যায় এবং ময়মনসিংহ জেলার পশ্চিমদক্ষিণকোণ হইতে মবুনার একটি শাখা আসিয়া ধলেশ্বরীর সহিত সম্মিলিত হইয়া উহাকে যকুমার একটি শাখা নদী রূপে পরিণত করিয়া ফেলে। আলমনদী খুলিয়া যাওয়ায় পাহাড়পুর এবং সাভারের মধ্যস্থিত ধলেশ্বরী নদী শুষ্ক হইয়া যাইতেছে। •,