পাতা:তিতাস একটি নদীর নাম.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তিতাস একটি নদীর নাম
৩৬৫

 ‘কি কমু গ ভইন।’

 ‘কেনে হাস্‌লা!’

 ‘হাসি আইল, হাসলাম।’

 ‘জেতা মানুষেরে ভাঁড়াইতে চাও। না কইবা ত না কইবা।’

 ‘তবে কই শুন। যে-কথাখান মনে কইরা হাসলাম, সেই কথাখান এই—গাঙের উপর দিয়া কত নাও যায়। তারা কত রকমের গান গাইয়া যায়, ভালা গান, বুরা গান—ঘেন্নার গান অঘেন্নার গান! গাইয়া যায় ত?’

 ‘যায়।’

 ‘একটু আগেই ত শুন্‌লা, কি বিটলা গান একখান্ তারা গাইতাছে।’

 ‘শুন্‌লাম।’

 ‘তার একটু পরেই শুন্‌লা, একখানা সুন্দর গান গাইয়া গেল।’

 ‘গেল।’

 ‘আচ্ছা, এই যে ভালাবুরা গান গাইয়া যায়—আমি ভাবি, গাঙ্গের বুকে ত সেই ভালাবুরার আর কোন রেখ্‌ই থাকে না। থাকে কি?’

 ‘না।’

 ‘এইজন্যই হাসলাম।’

 ‘আমিও কথাখান বুঝলাম।’

 ‘বুঝলা যদি, তা হইলে আসল কথাখান কই। অনন্ত