পাতা:তীর্থরেণু.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
নয়ন জলের জাজিম


হাজারটা হাত আড়ষ্ট হিম।
কাজের বিষম গুঁতাতে,
জগৎ-জোড়া বুন্‌ছে জাজিম্‌
নয়ন-জলের সূতাতে!

টানার ‘পরে পড়েন পড়ে,
কাজ্‌টা ভারি খাপী গো;
নিত্য নিশায় জাজিম বিছায়
অশ্রু জগৎ-ব্যাপী গো!

পল্‌ ওয়ার্টিমার্‌।


তান্‌কা

 [‘তান্‌কা’ জাপানী সনেট। ইহা পাঁচ পংক্তিতে সম্পূর্ণ। ইহার প্রথম ও তৃতীয় চরণে পাঁচটি করিয়া এবং দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম চরণে সাতটি করিয়া অক্ষর থাকে। তান্‌কা সাধারণতঃ অমিত্রাক্ষর হয়।]


(১)

ফাগুন এ ঠিক,
গগনে আলো না ধরে;
প্রসন্ন দিক্‌,
তবু কেন ফুল ঝরে?
ভাবি আর আঁখি ভরে।

কিনো।
১১১