পাতা:তীর্থরেণু.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু


ফিরে আসিবেন ফাল্গুনে,
রণন্‌-রন্! রণন্‌-রন্! রণন্‌-রন্!
সাধের ফাগুয়া-উৎসবে,—
যবে আনন্দে দেশ মগন।

ফান এল, ফুরাল গো,
রণ্‌-রণন্‌! রণ্‌-রণন্‌! রণ্‌-রণন্‌!
ফিরে না এলেন মল্লদেব,
জানি কোথায় হায় সেজন!

রাণী উঠিলেন দুর্গেতে;
রণ্‌-রণন্‌! রণ্‌-রণন্‌!! রণ্‌-রণন্‌!
দুর্গম সেই দুর্গ-চূড়া,—
পুষ্প-পেলব তাঁর চরণ।

দূরে দেখিলেন সৈনিকে!
ঝন্‌-রণন্‌! ঝন্-রণন্‌! ঝন্‌-রণন্‌!
মলিন তাহার মূর্ত্তি গো!
অশ্ব তাহার ধীর গমন!

‘ওরে বাছা! ওরে ঘোড়-সওয়ার!
ঝন্-রণন্‌! ঝন্‌-রণন্‌! ঝন্-রণন্‌!
কোন্ সমাচার আন্‌লি তুই?
বল্ আমায়,—বল্ এখন।’

১৩৬