পাতা:তীর্থরেণু.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

সাযুজ্য-সাধনা।

মনোমন্দির প্রাণেশের লাগি'
কর সম্মার্জন,
তাহার বাসের যোগ্য করিতে
কর ওগো প্রাণপণ;
আপনার কাছে বিদায় লও গো
দেরি করিয়ো না আর,
তুমি-হীন ওই তোমারি ভিতরে
ফুটিবে মহিমা তাঁর।

মামুদ্‌ শবিস্তারী।


কামনা

কাছে কাছে সদা রহিব তোমার এই শুধু মোর সাধ,
তোমার নিকটে বসিতে পাইব,–-এই মহা আহলাদ!
সারাদিনমান নয়ন ভরিয়া রহিবে মূরতি তব,
নিশার আঁধারে চরণ দু’খানি মাথায় তুলিয়া ল’ব।
গহন ছায়ায় শয়ন বিছায়ে, ও রাঙা অধর হ'তে
মুহুর্মুহু মধু পান করিব হে ভাসিব সুধার স্রোতে!

১৮৩