পাতা:তীর্থরেণু.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

ঘুরপাক্ দাও  আগুন জ্বালাও,
টুটুক বাধা,
ভয়ে সংশয়ে  ফুকারি’ মরুক
যতেক গাধা।
কাফের কে আর  কে মুসলমান?—
প্রেমের দাস !
প্রেমে সব এক,  ওরে দ্যাখ দ্যাখ !
কি উল্লাস!
সুখে আছি বুকে  আকাশ আঁকড়ি’
বিভোল প্রাণে,
পায়ের তলায়  কে কি বলে, হায়,
পশে না কানে!
ঘুরুক্‌ ভাণ্ড,  এ ব্রহ্মাণ্ড
ঘুরুক সাথে,
আমরা প্রেমিক,  পরশ মাণিক
পেয়েছি হাতে!

সৈয়দ নিমতুল্লা।
১৮৯