পাতা:তীর্থরেণু.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

একাকী যে জন ভোগ করে ধন একা সে ভুঞ্জে পাপ,
ধরার অন্ন হরণ করিয়া একা বহে সন্তাপ।

ভিক্ষু ঋষি।


নববর্ষে

দ্বারে দেবদারু-শাখা,—
চিহ্ন অচিন্ পথে;
কারো তরে ফুলে ঢাকা,
কারো—ভিজে অশ্রুতে।

ইকুজু।


বৃক্ষ-বাটিকায়


ঘিরেছে গৃহটি মোর পল্লব-সাগরে,—
নহে সে নিজ্জীব কিবা বৈচিত্র্যবিহীন;
পাণ্ডু শ্যাম তিন্তিলী সে হেথা শোভা করে
ঘন শ্যাম আম্রকুঞ্জে রহিয়া নিলীন;
ধূসর স্তম্ভের মত মাঝে মাঝে তাল;
নীরব ঝিলের তীরে বিপুল শিমুল,—
সুপ্ত দেশে তুরী যেন বাজায় করাল
শ্যামবনে লালে লাল ফুটাইয়া ফুল।
পূর্ব্ব ভাগে বেণু-বন, শোভা তার সাঁঝে,—
ওঠে যবে চারু চাঁদ পত্র-অন্তরালে,

১৬