পাতা:তীর্থরেণু.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

আবেশে একাকার  চলিতে পিছে তার
শুনি গো বারবার পুরাণে তান;—
“নিখিলে আছে মিশে কাহিনী অনাদি সে,—
যা’ ছিল পুরাতন হ’ল সে নব;
কালের বিষে জ্বরা  তরুণ হ’ল ধরা
পুরাণো প্রাণে নব প্রেমমাৎসব!”

সুকুন্তু।


প্রেমিক ও প্রেমহীন

ভাল যারা বাসে শুধু তারা ভাল থাকে।
প্রেমহীন সারা হয় বহি’ আপনাকে।

‘কুরাল’-গ্রন্থ।


ভালবাসার সামগ্রী

ভালবাসি হাসিভরা বসন্ত মধুর,
আর ভালবাসি নব বরষ প্রবেশ;
রসের পূরিয়া ভালবাসি গো আঙুর
ভালবাসি সুখালস প্রেমের আবেশ!
ধরে রাখ, দেখ দেখ, সুখ না পালায়,
পালালে সে এ জীবনে ফিরিবে না হায়।

সম্রাট বাবর।
৫৬