পাতা:তীর্থরেণু.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

ওগো সুন্দরী  ক্লান্ত মনের
পক্ষেতে তুমি তাঁবু,
শর্কর-খাদী  বাদ্‌শাজাদী সে
ও রূপের কাছে কাবু!
তুমি যেন কোনো ফুলের গন্ধ,—
কেবল গন্ধটুক্‌!
গোলাম আমারে ক’রেছে তোমার
মশালা-গন্ধি মুখ!


সাধ

(মিশর)

তোমার দুয়ারে দ্বারী হ’তে পেলে আমি তো ভাই,
কিছু না চাই,
বাঁচিয়া যাই!
ভৎসনা-বাণী কম্পিত মনে শুনি গো কত,
শিশুর মত,
নয়ন নত।
আমি যদি হায় হ’তাম তোমার হাব্‌সী দাসী,
রূপের রাশি,
নিকটে আসি’

৬৫