পাতা:তীর্থরেণু.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

নিত্য যে আমি সন্ধ্যাবেলায়
নিয়ে যাই পাখী ধ’রে,
পরিজনে যদি সুধায় আজিকে,
কি কহিব উত্তরে?
তোমার প্রেমেরে বন্দী করিতে
আজি পেতেছিনু জাল,
নিলে বেলা ফুরাল আমার
বৃথা কেটে গেল কাল।


দুঃসহ দুঃখ

চাঁদের নৌকা ভাসিয়া চলেছে শৈল-শিখর ‘পরে
প্রদীপের আলো মরে;
অতীত অযুত বসন্ত আজি বুকে মোর হাহা করে,
আর, আঁখি জলে ভরে!
মরমের ব্যথা বুঝিলে না, বঁধু! এ দুখ রাখিতে ঠাঁই
নাই গো কোথাও নাই।

ওয়াং সেং-জু।


কৌশলী

(প্রাচীন মিশর)

শয্যাগ্রহণ করিয়া রহিব পড়িয়া ঘরে,
পীড়িত জানিয়া পড়শী, আসিবে দেখিতে মোরে;

৭৩