পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সৰ্গ । ›ግ তারকাস্থর । “বিকটাক্ষ, জানি সে তোমা, জানি চিরদিন, দৈত্যের মঙ্গলে মন প্রাণ উৎসর্গ তোমার ; আমার চিরশুভেচ্ছ, তেঁই তোমা কিছু না কহিব । তা’ না হ'লে, এ শান্তিসময়ে, যে নীচ ভাষা ভাষিল রসন তব এই শ্রীতিমুলে,— দণ্ডিতাম সমুচিত। চিত্ত-সুখে বস চিরদিন তুমি ; ৰিতর রহস্তালাপ তাপদগ্ধ প্রাণে । রণনীতি শিখ নাই কতু । দৈত্যের শুভবাসনা, অকপট মঙ্গলকামনা,—রক্ষিল জীবন তব আজি এইকালে । যাও চলি প্রাণু ল’য়ে – অসত্যের সহ জড়িত নীচত ভবে ; যাও দেবপুরে ।” চলি গেল বিকটাক্ষ বলী, হৃষ্ট শুধু হেরিয়া দৈত্যেশে, পূর্ণকায় । বিদায়ি তাহারে বসিলেন দৈত্য পতি, সে পটমগুপে অতর্কিতে । কিস্তু ভাগ্যক্ষেত্রে বিষবৃক্ষ ফলিল দৈত্যের এভদিনে । কুচিস্তা গরল বারেক সে পশিলে অস্তরে, শিরায় শিরায় বহি মুহূৰ্ত্ত মাকারে জর্জরিত করে জীবে Nలి