পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।

কৃতান্তের দূত সম।” হিমানী পরশে
কোথা অবশ শরীর: ঘনীভূত লোহ-
স্রোত, ফাটে অঙ্গ, খসি পড়ে বিগলিত
দেহ। বিমল উজ্জ্বল জ্যোতি ভাসিতেছে
কোন দেশে; কোথাও আবার, পুঞ্জীকৃত
অন্ধকার, সৌরকরভয়ে, লুকা'য়েছে
গুহাকেন্দ্রে। বিরাজে প্রকৃতি সতী বিশ্ব
ভূমণ্ডলে যত বেশে, একত্রিত, দেব,
একত্রিত সব শোভা, তোমার আলয়ে,
হিমালয়।
এদেশে বসিয়া আজি, ইন্দ্র
সুরপতি মৌনভাবে, দৈত্যাঘাতে, হায়,
পরাজিত। নাহি রাজ্য; নাহিক বিভব,
দুঃখী না বহে নিশ্বাস; চক্ষে নাহি পড়ে
অক্ষিপর্ণ, স্থির দৃষ্টি। বিশাল উরস
স্ফীত হ'য়ে যেন, উঠিছে পঞ্জর ছাড়ি
ঊর্দ্ধগতি, ভূকম্পনে মেদিনী যেমতি
কভু। পার্শ্বে বজ্র তেজোহীন রহিয়াছে
পড়ি নীরব, পন্নগ যেমতি মন্ত্র-
বলে। কতক্ষণে অন্তরের অন্ত হ'তে
দীর্ঘশ্বাস ছাড়ি, চাহিলা দেবেন্দ্র ইন্দ্র
দিগন্তের কোণে। মড়মড়ি বনরাজি