পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিদিববিজয় । ভেবেছিমু পালি রাজধৰ্ম্ম, কৰ্ম্ম সুত্রে স্বকৃতি বন্ধন বাধি, জন্মজন্মান্তরে, পূত হ'য়ে, পূত পদযুগ তব সেবি নিত্যকাল, রহিব আনন্দে মগ্ন । কৈ কোথা আশা, কোথা আশাতরু, কোথা ফল ? স্বগণ নিধন এবে, নিজে বন্দী হ’য়ে যাপিছি দিবস নিশি । এই কি তোমার ভকতির পরিণতি ? হে শস্তু, পিণাকী, কে আর পূজিবে তোম, ত্ৰিজগতী-তলে, ভক্তে হেন দশা যদি ? সহস্ৰাক্ষ কামী অত্যাচারী, জয় তার ? পরাজয় রণে চিরভক্তে ? আমি ত কখন, রাজধৰ্ম্ম, নিত্যধৰ্ম্ম করিনি লঙ্ঘন ? তবে কেন পিতঃ ! হেন দশা করিলে আমারে, দেবকরে ? স্বগণ আত্মীয় বুঝি ? পরজন বুঝি ভক্ত, চিরদাস তব ? তাই যদি সত্য কথা, চাই না তোমারে ব্যোমকেশ ; রটিবে কলঙ্ক নিত্য তোমার ও নামে, মহেশ্বর। জন্ম যদি ভবে, মৃত্যু বিধিবশে অনিবার্ষ্য ; নাহি খেদ তাহে তিলমাত্র । কিন্তু কুমার-সংগ্রামে পরাভূত, এ কলঙ্ক সহে না পরাণে, আশুতোষ ।