পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3决事 ত্রিদিববিজয় । দেখ,—বিধি বক্ষ মহাশূলে, উঠাইল শূন্য ভেদি, অন্তহীন সীমাহীন দেশে । রক্ষ, রক্ষ, মহাশূলি ;–প্রলয়-কম্পনে কঁপিাইছে ভয়ঙ্কর। ফেলিল—ফেলিল,— নাথ, জ্বলন্ত অগ্নির কূপে ; তরঙ্গিত ধুমপুঞ্জ, বেষ্টিয়াছে এবে, লোলজিহব। কর ক্ষমা । নহে দোষী—তব তরে—জীব ।” কহিতে কহিতে ভাষা, জড়িত রসন, বহু লেtহক্ষয়ে ক্ষীণ অস্বরেন্দ্র বলী, মুদিলা নয়নদ্বয় ; অস্তিম প্রয়াণে চলি গেলা প্রাণবায়ু বিমান প্রদেশে । চলিয়া পড়িল দেহ মনঃ-শিলাতলে । কঁাপিল সে বৈজয়ন্ত, দিগন্ত যুড়িয়া টলমলে । ভীম রবে নিনাদিল মেঘদল ; বারিরাশি উঠিল গরজি ; মহাবেগে বহিল প্রবাহ, ভেদি গিরিদেহ অসংখ্য অযুত স্থলে। মহাভ্রমরাজি মড় মড়ি পড়িল ভাঙ্গিয়া গিরিদেহে । বনচর শূন্ত্যচর প্রাণী, মহাতঙ্কে পালাইলা গভীর গহবরে, পূরি দেশ ঘোর কোলাহলে । বুঝিলা নন্দী কেশরী,এই জীবনের লীলা ফুরাইল আজি