পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चमटेम मृगै । ১২৭ বাহিরিল স্থূল কায় ছাড়ি । নন্দী দেবাদেশে আনিলেন মায়া-দত্ত শুলে, রণ-জয় তরে যাহে পাঠাইলা উমা, আনিলা বিজয় । পরশি শূলাগে লিঙ্গদেহ, দিলেন দেবত্ব শুর কুমার সে । দেহে । আবাহন করি দেবদলে, একীকৃত করিলেন কুমার দৈত্যেরে দেবসহ । দৈত্যকুল যত, মুচছাগত রণভূমে, দেবাদেশে দেবদলে প্রবেশিলা সবে । নারিল পশিতে শুধু অমঙ্গলহেতু-ভূত দৈত্য কতিপয়, দেবদ্রোহী । স্বরনারীকুল বরষিল পুষ্পবৃষ্টি, মহোল্লাসে মাঙ্গলিক ধ্বনি, মুহুমুহুঃ ধবনিল বিমানে । সেই হ’তে—জীবনের মহাব্ৰত হইল সফল দৈত্যনাথে, আর আর দৈত্যকুল সহ । শিখিল সে দেবের পবিত্র সত্ত্ব তমোময় জীবে ।