পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*魅マ ত্ৰিদিববিজয় । সেবিলা বাসব শোকে । শিক্ষার সোপান শোক, জন সে সকলই, সৰ্ব্বজ্ঞে । তমস। দেবী, পবিত্ৰেন জীবকুলে, অগ্নি যথা পবিত্ৰেন সমল কাঞ্চনে । হে স্বভগে, ভোগের শেষ হইয়াছে আজি বাসবে, মতশির ৷ যোগে মগ্ন ছিমু এত দিন হে দীনপালিনী ; তেঁই সে সস্তবে সব । জান হে যোগিনি, সেই সুখ, সেই প্রেম, সে আনন্দ তুমি, ডুবি যাহে এতদিন চিন্তিলাম অনন্ত পুরুষে নিত্য । কিন্তু— কিন্তু, বুঝিয়াছি সব। বুঝিয়াছি, মনোভাব তব মনস্বিনী । অামা দোহে কভু ইচ্ছায় না করি কিছু, উপায় তেয়াগি । যে উপায়, সতি, চিন্তিয়tছ, সীমস্তিনি, অব্যর্থ সে লীলা ভবে হইবে তোমার । জগতের হিত তরে, হে করুণাময়ি, যে আদর্শ বিশ্বপটে দেখাইবে তুমি — এ দৃষ্টান্তে ষেই ইষ্ট, হে স্থষ্ট্রিরক্ষিণি ক্ষমারূপি, উন্নত করিবে নিত্য বিশ্ব চরাচরে । হও অবতীর্ণ তবে ; তব তরে, হে ভারিণি, পালিব বসন তব, কাল পূর্ণ হ’লে । তোমার প্রসূন, শক্তি,