পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిని ত্ৰিদিববিজয় । তোমার বিহনে অভাগিনী ? বুঝিলাম, রমণীর কঠিন হৃদয় ত্ৰিজগতে । ত না হ’লে বাচিত কি কভু নারীলতা, আশ্রয়ের তরুশাখা বিন ? ক্ষণ,—ক্ষণমাত্র রতি বাচিল যে তোমার অভাবে, রতিপতি, এ কলঙ্ক রহিল জগতে তার চিরদিন তরে ; সতী কভু নহে অনুগামী । মরণেও নাহি সুখ মম। হয়, নাথ, শশী সহ ডুবে সে কৌমুদী, জলদের সহ লয় ক্ষণপ্রভা ; পতি সহ-গামী সতী বিদিত জগতে, সেইরূপ । কোন দোষ করিল অভাগী রতি, তোমার চরণে, কুসুমেষু ? কি হেতু বা অভল সলিলে তেয়াগিলে অভাগীরে, কহ ত প্রকাশি । কে হরিল মোর নিধি ? এ বিশ্ব, ব্রহ্মার স্বঃি, সংহারিলা শূলী ; কে আর জাগাবে, মাতঃ, চিত্ত-মরুতলে বাসনার প্রস্রবণ ? বৃথা নর নারী, সভা, পীড়িবে ধরারে ক্ষণকাল ; জীববৃক্ষে, কহ, ক্ষেমঙ্করী, কে আর ফুটাৰে নয়নরঞ্জন ফুল, কুসুমেষু বিনা ? অচিরে হইবে বিশ্ব শ্মশান যেমতি ।