পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফ্রিদিববিজয় । লোভে কেহ । চৌর্য্য, দস্থ্য, হত্য, আদি যত শান্তিঘাতী, পালায়েছে প্রাণ লয়ে, ছাড়ি এই পুরী । বিচারী সতত সুবিচারে রত। তবে কোন হেতু, কহ, এ বিপ্লব ভাব প্লাবিছে এ পুরে ? সত্য, দৈত্যকুলমাহাত্ম্য রক্ষিতে, রক্ষিতে সে আধিপত্য, কন্তু কভু রাজযন্ত্র অনিয়ন্ত্র পথে ভ্ৰমিছে কৌশলে, বলে ; কিন্তু ভাবি দেখ,— ভাবি দেখ বীরবৃন্দ, পরিণামে হিত সে কাহার ? রাজশক্তি অদম্য না হ’লে শান্তি, সুখ বৃথা বাক্য, রোগীর প্রলাপ । কিছু নাহি বুঝি এবে ! কি হেতু এ ভাব লক্ষি আজি এই পুরে ? রণ-অভিলাষী নাগরিক-কুল যদি, অবশ্য ভুঞ্জিবে সেই স্থখ পুরবাসী । পরামুখ কবে সে ক্রীড়নে দেবঅরি ? সন্মুখ সমরে পুরাইব সেই সাধ । কিন্তু, মন্ত্রিপতি,— অবিদিত নহে তব, জান সে সকলই,— অকারণ রণবহুি নাহি চাহে হিয়া মোর জ্বালাইতে কতু । নিলক্ষ্য লোহের ক্ষয়ে বিশ্ব ডুবাইতে, নাহি চাহে লার কছু। কিন্তু হায়, বৃথা সে কল্পনা । চাহে