পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিদিববিজয় । সভাকোণে বিকট বিক্রপী ভয়ঙ্কর জম্বর বিশাল, রবিচ্ছায়া সম । মহt রোল উঠিল অমনি সভাতলে ; কেহ গৰ্জ্জিতে লাগিল ভীমদাপে, “সাজুক সে মুহূৰ্ব-মাঝারে বীরবৃন্দ, বিলম্ব না সহে ।”—কেহ বা ধ্বনিল বজ্ররবে, “দ ও সমুচিত পাষণ্ডে, হে দৈত্যপতি ; মহামন্ত্রিবরে এ হেন পর্ষ ভাষে, ভীষে, তানায়াসে পাপী ; এ বিতণ্ডা, বলিশ্রেষ্ঠ, নিবার দণ্ডেকে ।” এইরূপে মহারাব বহিতে লাগিল কতক্ষণ ; বহে প্ৰথা অর্ণব প্রদেশে, প্রবল ঝটিকা যবে উৰ্ম্মিচুড়া ধরি, পরস্পরে আঘাতয়ে বিকট আঘাতে । এ সবার মাঝে, মন্ত্রমুগ্ধ যেন, নিস্তব্ধ রহিলা দৈত্য । পরে একে একে সম্বোধিয়া সভাসদে, ভীম মাদে কহিলা গরজি, রোষে ক্ষোভে পূর্ণ বাণী । “এ হেন সময়ে, হে বীরবৃন্দ, এ বিতণ্ড, এ বিভেদ, তোমা সবে, শোভে কি কখন (ও), দেখ ভাবি মনে । বিপক্ষ এযে নগর-দুয়ারে, আততায়ী ; তোমা সৰে