পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ভূমিকা।

এই গ্রন্থে যে সকল যুক্তাক্ষর ব্যবহৃত হইয়াছে, তন্মধ্যে কতিপয় যুক্তাক্ষরকে এবং কোনও কোনও স্থলে দীর্ঘস্বরকে দীর্ঘ উচ্চারণ করিতে হইবে।

কোনও কোনও স্থানে শব্দের কোন কোন অক্ষরকে লুপ্ত রাখা হুইয়াছে। যথা –“অবতীর্ণ” স্থলে ’বতীর্ণ, “পরিণয়” স্থলে পরিণ’। আশা করি, ইহাতে বতিভঙ্গ কিম্বা অর্থবোধের ব্যাঘাত জন্মিবে না।

পূর্ব্বগামী কবিদিগের ভাব এবং ভাষাও সময় সময় স্বতঃই আসিয়া উপস্থিত হয়। কোথাও বা স্বেচ্ছাপূর্ব্বকই তাঁহাদিগের ভাষা অথবা ভাব অবলম্বন করিয়াছি। সে জন্য আপনাকে তিরস্কৃত মনে করিবার কোনও কারণ দেখি না।