পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এিদিববিজয় । নয়ন মুদিয়া বাল, নিস্তব্ধ নিচল, কি ভাবে, চিন্তে সে কিবা, নিতান্ত প্রলীপে ডুবিলে দিনেশ কভু রক্তিম গগনে নাহি ফিরে গৃহে বালা । বধির কেহ বা গণিয়াছে কুমারীরে । কভু কভু শুনি, সহস্ৰ সম্বোধে, বিম্ব ওষ্ঠাধর নাহি খুলে, না উত্তরে ভাষা । আপনি বসিয়া কতু গালবাদ্য করে ক্ষীণা, বম্ বম রবে, অধীর মধুর হাসে ভাসাইয়৷ দিগন্তের পরিধির সীমা । কভু ক্রীড়াকালে কপালে লোচন এক উদঘাটে কটিতে, পুন নেত্র মিশি যায় দেহের লতায় । কভু বা সে দশহস্তে, করেন কুমারী বালখেলা, অমনি ষে কোথায় আবার, লুকায় সে বিভীষিকা মুহূৰ্ত্ত মাঝারে । একি শুনি কথা, হে নগাধিপ ; কিছু আমি ন পারি বুঝিতে। মহাকালঅতল-সলিলে, কোথা হ’তে এ রতন লভিলে আপনি ? কে হেন ধীবর সাধু, তুলি আনি দিল রাজালয়ে রত্নধনে ? কাঙ্গাল কি নাহিক ত্রিলোকে ? যেই ধন লাগি পাগল নারদ তব, কল্পান্তর