পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সৰ্গ । & A শীয় সদা, যাহার কামনা যাহা, নিত্য বিরাজিত এই পাত্রে । কহিমু সকলি তোমা প্রকাশি বিশেষে, ভাবি দেখ মনে এবে, নগেশ ধীমান।” উত্তরিলা গিরিবর, “রাণীরে শুধাই তবে ; তাহার কি মত ; আপনি অক্ষম আমি উত্তরিতে কথা।” স্মরিলা রাণীরে রাজা, উপজিলা আসি মুহূৰ্ত্তে মেনকা রাণী, গিরিরাজজায়া। শুনি ভাষা নারদ-সকাশে, হাসি কহিলেন রাণী সতী-সীমস্তিনী, “নাম কিবা কহ ঋষিবর, নামে ত বাজিৰে নাক ? কোন গোত্র ? কিবা সে স্বভাব ? কত সে বয়স বরে ? প্রাচীন কি যুব ? কহ ত্বর করি ঋষি, নিবাস কি দেশে ?” “নাম ?” উত্তরিলা ঋষিশ্রেষ্ঠ ; “পরিণাম—জীৰ জড় নিখিল সংসার,—পরিণাম যার করে, নাম কি কহিব তার ? জনমুখে অনাদি নামে বিখ্যাত ; নাম রাখিবার কিন্তু ছিল নাক কেহ, স্বনামে সে ধস্ত বিশ্বে। গোত্রহীন পাত্র, কিন্তু গোত্রপতি সম। বয়সে প্রাচীন নহে, প্রাচীনের স্মৃতিবহির্ভূত, কিন্তু নহে যুবা । শিশু