পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

粤8 ত্রিদিববিজয় । উদর পূরি পাইবে মিষ্টান্ন, বিশিষ্টরূপে ; শঙ্খ, ঘণ্টা রোলে, নাচিবে হরযে মত্ত ; রে প্রমথকুল, সাজ ত্বরা করি।” আনন্দে সাজিলা নন্দী ; বিবিধ ভঙ্গিতে ভূঙ্গীবর, আটিয়া বঁধিলা কোটিবন্ধ ছায় দেহে। আর আর ভূতকুল, মহাহর্ষে সাজিলা নিমিষে। দোলাইয়া পুচ্ছ, ককুদ চামর, মরি হেলায়ে পারশে, . হেলিতে দুলিতে বৃষ, বৃষেশ সুন্দর, আসি উপজিলা আনন্দে। শোভিলা বৃষবাহন বৃষভ উপরে, যেমতি শোভে ক্ষীরোদসাগরে ফেনরাজি উৰ্ম্মিচুড়ে। ঘোষিল মঙ্গলবাদ্য গগন আলোড়ি গণকুল। হরি, চতুর্মুখ, দেবগণ সহ আসি, হাসি সস্তাষিলা মহেশ্বরে। মহেশ্বর সস্তাষিলা সবে ; চতুর্মুখে শির নোয়াইয়া, বাক্যে হরি, ইন্দ্রে হাস্তমুখে ; আর আর দেবগণে যথাবিধি বরি। অনম্বর পথে, চলিলেন ঋষি সহ মহেশ্বর যোগী। নামিতে লাগিল৷ লক্ষি শৈল-রাজপুরে। উঠিল উদ্ধে জটাজুট তেজঃপুঞ্জ, ধূমকেতু যথা ।