পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చీకటి ত্রিদিববিজয় । থর থরে, কঁাপিয়া উঠিল৷ ত্ৰাসে। গুহবাসী মেঘদল, বিদীর্ণ হইল নাদি, উগরিল ইরম্মদ । নিমেষে নারদ ভাষিলেন আসি বাৰ্ত্ত, নগেন্দ্র-গোচরে । অচলেন্দ্র বন্দি বরে, ধন্য ধন্য বলি মানিলেন নিজভাগ্য, সুধী । শুভক্ষণে, শুক্ল পক্ষে, বৈবাহিক-বার-তিথি-যোগে, ফলিল প্রভাত-স্বপ্ন । পুষ্পবৃষ্টি হ’ল ধরাতলে । ইন্দ্রলোকে স্পন্দিল লোচন বাম তারক অনুরে। যোজিলেন যোগিবরে যোগিনী—নন্দিনী গিরিরাজ। রাণী, রাজ, আশীষিলা উভে । মুছিলা অঞ্চলে আঁখি মেনকা মহিষী অশ্রবারি, হায়, আজি বিদায়ের কালে। মুছিলা লেচন গৌরী । “বাও, মাতঃ, বিশ্বের জননী ; মনে কর" জননীরে । বর্ষে বর্ষে একবার দেখা দিও দিগম্বর সহ, অম্বা ; সেই আশে রাখিব জীবন, তবু ; শূন্তপ্রাণে, শূন্ত গৃহে রহিব, ম, কোনও রূপে।” চাহি জামাতার মুখে, কহিলা বিষাদে রাণী ; “গৌরী মোর বড় আল, ভোলা ; ভাল মন্দ নাহি বুঝে কিছু; পায় নাই দুঃখ কভু,