পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সৰ্গ । ༤།ཅི་བྱ་ག ། জানে না যাতনা ! শত অপরাধ তার নিজ গুণে হর দয়া করি, হর ।” বারিপূর্ণ কুহেলিকা যেন, নিৰ্ব্বিকার শিবনেত্ৰ ছাইল অমনি, ধীরে ধীরে । রাখি জননীর বক্ষে বদন-সরোজ, নতমুখে গৌরী, ক্ষণ ঝরিলেন মুক্তাবিন্দু ;– তিতিল মায়ের বস্ত্র, হায়রে, এ দিনে দেখিতে দেখিতে দশভুজা, দশভুজে সাজিলেন, বিচিত্র দর্শন । শোভিলেন ত্রিনয়নী । নিমেষের মাঝে, হরগৌরীবেশে, মিশিলেন এক অঙ্গে, উমা, উমাপতি ; অৰ্দ্ধাঙ্গে পুরুষ, প্রকৃতি শোভিলা অৰ্দ্ধাঙ্গে । স্তুতিলা নারদ ঋষি, বীণার ঝঙ্কারে পূরি তান ভক্তিভাবে । স্ততিল৷ বিশ্ব, স্থাবর জঙ্গম জড় । নগরাজ, নগরাজ-জীয়া, মুগ্ধ, স্তব্ধ হেরি শোভা, যোগ দিলা সে স্তবের সনে । না জানিলা কিছু, কোন কালে অন্তর্ধান অন্তরের মাঝে, হইল নব দম্পতি । বিবশের মত হিমবান, হিমবানবধু, আর আর পুরবাসী যত, রহিলা পড়িয়া । কেবল শ্রবণে, শুনিতে লাগিল৷ গিরি,