পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎসর্গ سجـجھ پم= পিতা, মাতা, ভ্রাতা, একাধারে ছিলে তুমি মোর, পিতৃদেব ; তাই আমি বড় ভাগ্যবান । হায়, আমার যা ছিল, কার হেন থাকে ত্রিভুবনে ? আত্মবলে বলীয়ান তুমি, কোমল তবুও ফুলসম ; শিলাময় যথা হুধাকর, স্বধাপূর্ণ সদা স্থতরল ; প্রাচীন বয়সে শিশুসম যেন । সহস্র তটিনী সেবে অসুনিধি যথা, সহস্র প্রশাখাময় বিষয় জগতে সেবিত প্রতিভা তল, নব নব উপাদানে নিত্য নিরন্তর । আমার যে সকলি সুন্দর, তোমার নয়নে, দেব। যে সঙ্গীত তুমি কত বার শুনিয়াছ, ভাসি অশ্রুজলে ; হুকুমার শিশুমুখে শুনিয়া ঝঙ্কার, উদ্ধে বাহু তুলি কত বার অtশীষিলা শুনি যে ভারতী, আজি বায়ুভূত সুক্ষম শ্রতি তব, তুষিবে কি স্কুলধবনিময় ভাষা সেই ? তোষে যদি, তাই ভক্তিভাবে কল্পনা দেবীর কণ্ঠে শুনাইছি তোম।