পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সৰ্গ । ፃ » কুমীর স্বমতি । আমার আয়ত্বে, আছে যাহা, কি দিয়া তুষিব তোমা, কহ দয়া করি।” “গুণিশ্রেষ্ঠ, জ্যেষ্ঠ বলি মানি তোম।” কহিমু নিশ্চয়,” উত্তরিলা কাৰ্ত্তিকেয় । “সৌভ্রাতৃপ্রভাবে শিখাও আমারে অস্ত্রবিদ্যা, বিদ্যাবান । শিশুকাল হ’তে অস্থ্য শিল্পে, কল্পনা অামার, ধায় নাই কভু । বিচরি বিশাল শূন্তে, গ্রহ উপগ্রহে ধরিতাম ক্রীড়াচ্ছলে ; আকর্ষি নিগ্রহে, ছুড়ি ফেলিতাম দূরে শৈশববিক্রমে ;—- কিম্বা পরস্পরে, ঠকাঠুকি করিতাম কৌতুক আবেগে ; চূর্ণ চুর্ণ হয়ে যবে পড়িত ভাঙ্গিয়া, মহরিঙ্গে সে স্ফুলিঙ্গ ধরিতাম করে, লম্ফে লম্ফে । মল্লযুদ্ধ করিতাম কভু, পবন দেবের সনে মহা মহোল্লাসে। বড় কৌতুহল মোর হ’য়েছে এখন শিখিবারে অস্ত্রশিল্প । সকল গুণের সার অস্ত্রবিদ্যা ভবে, স্যায়-পথে ধীয় যদি সে বিদ্যাপ্রভাব । শুনিয়াছি সহস্রাক্ষ-মুখে, আমাদেরে। ছিল মাতৃভূমি, দেবের চিরনিবাস, মধুময় লোক স্বৰ্গপুরী। কাড়ি লই