পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সৰ্গ । tt যাও ফিরি দেবকুল নিবসেন যথা, হিমাদ্রি গুহাগহবরে । নিজ বলে, বলী, কর বলীয়ান সবে । সিদ্ধ হ’ক মনো রথ তব ।” কহিলেন দেবশিল্পী । “নীতি বল, ভুজবল সহ, বাধিয়াছ তুমি যে কৌশলে ; শিক্ষার অধিক শিক্ষা, লভি নিজ গুণে, গুণী, এ দাস মিকটে, ধস্য করিয়াছ মোরে যুগযুগান্তরে । যাও চলি বলিশ্রেষ্ঠ ; বিজয়পতাকা, শূর, বাধিয়া শিখরে, শিখিধবজ, দেখা দিও পুনঃ এ প্রদেশে ; যশস্বী তুমি ; কি আর কহিব।” “তোমারি করুণ, কৰ্ম্মা”, কহিলা কুমার নতভাবে । “তোমারই প্রসাদে লভিয়াছি দিব্যজ্ঞান, সস্তব যে কিছু এই ঘটে । তোমারি প্রসাদে, সেবিলাম বিবিধ আয়ুধপুঞ্জে এ পুণ্য প্রদেশে । গুরু বলি মানি তোমা চিরদিন তরে । যে দয়া প্রকাশি, দেব, পালিয়াছ তুমি এ বিজনে, সেই স্মৃতি রহিবে জড়িয়া মোর আস্তর-অস্তরে চিরদিন । কর আশীৰ্ববাদ, কৰ্ম্মী, আবার যেমন, দেবকুলে লই সুখে আপন আtলয়ে, আশু ;