পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե 8 ত্রিদিববিজয় । অস্ত্র হউক নিৰ্ম্মাণ, মুহূৰ্ত্তেকে। রণসাজে সাজুক সে দেবকুল বিলম্ব না করি। দেখিব কেমনে বালুক বন্ধন বঁধে বারিধির বেগে ।” শিলা যথা তপ্ত রবি-করে, তাপিলা তারক-রিপু সেনাপতি-ভাষে। সহস্রাক্ষ উঠিল জ্বলিয়া ; আকর্ষিতে মহাবজ্র প্রসারিলা বাহু বজী। কহিলা গম্ভীর স্বরে ইন্দ্র সুরপতি। “যাও অস্ত্রাগারে ত্বর, দেবগণ যত, মুহূৰ্ত্ত না কর ব্যাজ। গড়ি লও অনায়াসে দুৰ্দ্দম আয়ুধ স্ব স্ব। ভগ্ন ক্ষুণ্ণ, তেজোহীন, নারাচ, পরশু, শূল, চৰ্ম্ম, বৰ্ম্ম, অসি,—বিবিধ রণ-আয়ুধে কর উপযোগী। অদ্রিপতি আর্দ্রি খেদে অশেষ উপকরণ দিয়াছেন আনি ; গড়ি লও মুহূৰ্ত্তেকে। বনস্পতি, বনচর, শূন্তচর, জীবরাজ্য দিয়াছেন ছাড়ি, দয়া করি। সামরিক পশুশ্রেণী— (হায়, উচ্চৈঃশ্রব হয়েশ্বর, ঐরাবত গজপতি মম, অস্থর-আসন এবে, অস্থরাজ্ঞাবহ )—অনন্ত অরণ্য হতে আহ্বান রণকুশল জীবকুল যত