নাটম্বর ত্রিপুর। জিলার অস্তঃপাতী কুরনগর পরগণায় অবস্থিত যে বাঘাউরা নামক গ্রামস্থ পুষ্করিণী হইতে একটা নারায়ণ মূৰ্ত্তি উদ্ধৃত হইয়াছিল বলিয়। “বরকমত।” প্রবন্ধে উল্লেখ করা হইযাছে, সেই গ্রামের পূৰ্ব্বদিকে সামান্ত উত্তরে "নাটঘর” নামে খ্যাত একটা প্রাচীন গ্রাম আছে । তন্মধ্যে সংস্থাপিত শিব মূৰ্ত্তিটা এতদঞ্চলে সুপ্রসিদ্ধ । এই গম নিবাসী বৰ্ত্তমান চৌধুবীদিগেব পূৰ্ব্বপুরুষ অমরপ্রসাদ নাবায়ণ চৌধুরীর কর্তৃক একটা জলাশয় খনিত হুইবার কালে উক্ত মহাদেব-মূৰ্ত্তি ভূগর্ভ হইতে উদ্ধত হইয়াছিল । এই খ্যাতনাম চৌধুরী কায্য তৎপরতা ও রাজভক্তি প্রদর্শন পূৰ্ব্বক খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর ত্রিপুরাধিপতি রাম মাণিক্যের বিশেষ প্রতি ভাক্তন হওয়াতে তিনি তাহাকে নারায়ণ অর্থাৎ ত্রিপুররাজ্যের প্রধান সেনাপতিব উপাধি প্রদান করিষা সম্মানিত করিয়াছিলেন । যে শিবমূৰ্ত্তিব বিষয় উল্লেখ করা হইযাছে, তাহ দ্বাদশভুজ-বিশিষ্ট এবং মৃত্যভঙ্গিতে অবস্থিত । ইহাতে প্রতিপন্ন হয় যে, উই৷ “নটেশ্বর’ বা “নটরাজ” নামে প্রসিদ্ধ মহাদেবের প্রতিমূৰ্ত্তি । কিঞ্চিদধিক তিন ইস্ত আয়তনের এক প্রস্তরফলকগাত্রে বর্ণিত দেবমূৰ্ত্তি নিৰ্ম্মিত । উচ্চে উহ নৃনকল্পে দুইহন্ত হইবে । ইহার চতুষ্পার্শ্বে ক্ষুদ্রাকারেব কতিপয মৃত্তি এবং পদতলে একটী বৃষ মূৰ্ত্তি নিৰ্ম্মিত আছে । বর্ণিত "নটরাজ” বা "নটেশ্বর" মহাদেবের মামানুসারেই এই গ্রাম “নাটঘর” নামে প্রসিদ্ধি লাভ করিয়াছে বলিয়া কোন কোন ব্যক্তি-কর্তৃক কথিত হয় । যদি প্রকৃত পক্ষে তদ্রুপই হইয়া থাকে, তাহ হইলে অমরপ্রসাদ নারায়ণ চৌধুরী-কর্তৃক উক্ত মূৰ্ত্তি প্রতিষ্ঠিত হওয়ার পূর্বাবধিই এই গ্রাম “নাটঘর” আখ্যা প্রাপ্ত হইয়। থাকিবে, তাহার পবে হইবে না কারণ নটরাজ মহাদেব মূৰ্ত্তিটা স্বপ্রাচীনকালে এই জনপদে সংস্থাপিত থাকা অতি সম্ভব। কোন ঘটনা বিশেষে মূৰ্ত্তিটা অত্রস্থ জলময় ভূমিতে বিক্ষিপ্ত হইয়া থাকিবে । কথিত আছে—পূৰ্ব্বে এই জনপদে বহুসখ্যক “নাথ" অর্থাৎ যুগী জাতীয় লোক 参设 জিপুরার স্মৃতি
পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/১০২
অবয়ব