পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 এই স্থান হইতে একটী প্রস্তর নির্ম্মিত মূর্ত্তির অধোভাগ উদ্ধৃত হইয়াছে। তন্নিম্নে গরুড়-মূর্ত্তি পর্য্যবেক্ষণ করিয়া ইহা নারায়ণের প্রতিমূর্ত্তি বলিয়া অনুমিত হয়।

 বেরল্ল

 ময়নামতীর উত্তর পশ্চিম কোণে তিন মেইল দূরে অবস্থিত “বেরল্ল” নামক গ্রামটী “বেরুদেব” নামে খ্যাত রাজপুত্রেব জন্মস্থান—এবং সেই কারণবশতঃ উক্ত জনপদ “বেরল্ল” আখ্যা প্রাপ্ত হইয়াছে বলিয়া কিংবদন্তী আছে। জ্ঞাত হওয়া যায় যে, তিনি “কুসুমদেব” নামক এতদঞ্চলেব জনৈক অধিপতিব তনয় ছিলেন।

 উক্ত কুসুমদেব ও তদীয় পুত্র বেরুদেব ব্যতীত তাঁহাদিগের পূর্ব্ববর্ত্তী কিংবা পরবর্ত্তী তদ্বংশীয় আর কেহ এতদঞ্চলে রাজত্ব করিয়াছিলেন কিনা—তাহারা, কোন কুলোদ্ভব—এবং কোন্‌ সময়েই বা রাজত্ব কবিযাছিলেন—এই সমস্ত বিষয়ে কোন কথাই অবগত হওয়া যায় না।

 কোন কোন ব্যক্তি কর্ত্তৃক এইরূপ কথিত হয় যে, ‘মিহির কুল” বা বর্ত্তমান “মেহের কুল” পরগণা চন্দ্ররাজগনের আয়ত্তে থাকিবার সময় “বেরল্ল” গ্রামটীই করুমন্তপুব নামক এতৎপ্রদেশের সুপ্রসিদ্ধ রাজধানী ছিল। প্রকৃতপক্ষে ইহাই করুমন্তপুর অথবা ইতঃপূর্ব্বে বর্ণিত “ববকামতা”-ই করুমন্তপুব এবং চন্দ্র রাজগণ এতৎ প্রদেশে রাজত্ব করিবার সময়ে করুমন্তপুব সংস্থাপিত—কি পালবংশীয় মহীপগণের সমতট দেশ শাসন কালে করুমন্তপুব প্রতিষ্ঠিত হইযাছিল—এই বিষয়েরই বা কি প্রমাণ আছে—স্বভাবতঃ এবম্প্রকার প্রশ্ন মনে উদিত হয়। যাহাহউক, পূর্ব্বকালেব নানা সময়ে নানাকুলোদ্ভব যে সমুদয় নৃপাল এতৎপ্রদেশে রাজত্ব করিয়াছিলেন বলিয়া কিংবদনটি আছে, তৎসমুদয় মহীপগণের নাম ব্যতীত আর কোনরূপ যথাযথ ইতিবৃত্ত প্রাপ্ত হওযা যায না।

 বর্ণিত বেরল্ল নামক গ্রাম হইতে নটেশ্বব মহাদেব, গণেশ, জগদ্ধাত্রী কাল ভৈরব, বুদ্ধ ও জম্ভল প্রভৃতির প্রস্তর নির্ম্মিত প্রতিমূর্ত্তি উদ্ধৃত হইয়াছিল বলিয়া লোক মুখে অবগত হওয়া যায়। ইহাতে এইরূপ অনুমিত হয়—এতদঞ্চলে বৌদ্ধধর্ম্মের অবসান সময়াবধি হিন্দুধর্ম্মেব পুনরুত্থান কাল পর্য্যন্ত ঐ সকল প্রস্তরমূর্ত্তি প্রতিষ্ঠিত হইষাছিল, এবং একদা এই স্থান একটী সমৃদ্ধিশালী জনপদ কিংবা কোন রাজা বিশেষের রাজধানীও থাকিতে পাবে। কালচক্রে অধুনা ইহ সামান্য একটা পল্লীগ্রামে পরিণত হইয়াছে।


১২
ত্রিপুরার স্মৃতি