পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

লাল্‌মাই পর্ব্বতপ্রান্তদেশস্থ কতিপয় প্রাচীন স্থান

 কুমিল্লা নগরীর পশ্চিম প্রান্তে “লাল্‌মাই” নামে খ্যাত ন্যূনাতিরেক ৮ মাইল দীর্ঘ অরণ্যসঙ্কুল যে এক গিরিশ্রণী অবস্থিত, তাহার নানা স্থানে রাজধানী স্থাপন পূর্ব্বক কোন এককালে কতিপয় নৃপাল রাজত্ব করিয়াছিলেন—এইরূপ জনশ্রুতি প্রচলিত আছে। তৎকালের যে কতিপয় প্রাচীন নিদর্শন অধুনা ঐ সমুদয় স্থানে বর্ত্তমান রহিয়াছে, এবং সেই সমস্তের সম্বন্ধে লোকমুখে যাহা কিছু অবগত হওয়া যায়, তদ্বিষয় নিম্নে বিবৃত হইল।

 কোট্‌বাড়ী

 উল্লিখিত পর্ব্বত-প্রান্তদেশস্থ কোটবাড়ী নামক জনপদে কতিপয় ইষ্টক-নির্ম্মিত ভবন ও প্রাচীরাদির অধুনা বহু সংখ্যক বিকীর্ণ ও স্তুপীকৃত ইষ্টকরাশি ব্যতীত তথায় আর কিছুই দৃষ্টিপথে পতিত হয় না। জনশ্রুতি এই—তৎসমুদয় সুপ্রাচীন কালের জনৈক রাজা কর্ত্তৃক নির্ম্মিত দুর্গ ও নিকেতনাদির বিধ্বস্ত অংশ। কিন্তু কোন্‌ সময়ে কাহার দ্বারা ঐ দুর্গ ও ভবনাদি নির্ম্মিত হইয়াছিল, এই কথা কেহই বলিতে সক্ষম নহে।

 স্মরণাতীতকাল অবধি জনসাধারণ কর্ত্তৃক এই স্থান “কোটবাড়ী” নামে অভিহিত হইয়া আসিতেছে। কোট শব্দ দুর্গ শব্দের পরিবর্ত্তে পূর্ব্ববঙ্গের জনসাধারণে প্রয়োগ করিয়া থাকে; ইহাতে প্রতীয়মান হয় যে, কোন মহীপ একদা এই স্থানে দুর্গনির্ম্মাণ পূর্ব্বক বাস করিয়াছিলেন—কালবিবর্ত্তনে তাঁহার বিষয় বিষ্মৃতির তিমিরময় গর্ভে নিহিত হইয়াছে।

 শালবানপুর

 কোটবাড়ীর দক্ষিণদিকে এক মাইল দূরবর্ত্তী উক্ত জনপদটী রাজা গোপীচাঁদের

ত্রিপুরার স্মৃতি
১৩