পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ব্যক্তি প্রাগুক্ত নরমূর্ত্তি অন্য স্থান হইতে আনয়ন পূর্ব্বক মন্দির মধ্যে স্থাপন করিয়া থাকিবে। পরিশেষে উল্লিখিত রূপে এই স্থান হইতে অপসারিত হইয়াছিল।

 প্রকৃতপক্ষে মন্দিরদ্বয়-মধ্যের একটীতে দ্বিতীয়াদেবী কর্ত্তৃক প্রতিষ্ঠিত চণ্ডীমূর্ত্তি কোন্‌ সময়ে কাহার দ্বারা অপসারিত হইয়াছিল এবং আর একটী মন্দিরেই বা কি মূর্ত্তি সংস্থাপিত ছিল, এই বিষয়ের প্রকৃত তথ্য উদ্ঘাটিত হওয়া সম্ভবপর বলিয়া বোধ হয় না।

 চণ্ডীমুড়ার শিখরোপরি অবস্থিত দুইটী মন্দির-মধ্যে একটীতে অধুনা যে সমস্ত মূর্ত্তি সংস্থাপিত, তৎসমুদ্রয়ের মধ্যস্থ একটী দণ্ডায়মান দ্বিভূজ নরমূর্ত্তি জনসাধারণকর্ত্তৃক সূর্য্য-মূর্ত্তি বলিয়া অভিহিত হয়। ইহার কারুকৌশল প্রশংসনীয়।

 এতদ্ব্যতিরেকে পিত্তল নির্ম্মিত এক ক্ষুদ্রাকার অষ্টভুজা শক্তি-মূর্ত্তি ও প্রস্তরনির্মিত একটী চক্র এই মন্দির-মধ্যে স্থাপিত আছে। এই প্রস্তর-চক্রকে জনসাধাবণ বিষ্ণুচক্র আখ্যা প্রদান করে।

 উল্লিখিত মন্দিরের উত্তর দিকে সামান্য দূরে যে আর একটী মন্দির অবস্থিত, তন্মধ্যে অষ্টধাতু নির্ম্মিত একটী শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। উক্ত লিঙ্গ-মূর্ত্তির পীঠ-নিম্নে এবংবিধ উৎকীর্ণলিপি পরিলক্ষিত হয়।

“দে ধর্ম্মোয়ং আচার্য্য প্রথমরাশি ভাদ্রস্য”

 চণ্ডীমুড়া হইতে ন্যূনাধিক ১০ মাইল দূরবর্ত্তী “হরিপুর” গ্রামমধ্যস্থ নমঃশূদ্র জাতীয় জনৈক ব্যক্তির আলয়ে প্রস্তর নির্ম্মিত একটী দশভূজা মহিষমর্দ্দিনীর প্রতিমূর্ত্তি স্থাপিত আছে। ইহার আয়তন উচ্চে দ্বি-হস্তের কিঞ্চিদধিক হইবে। সুচারুরূপে নির্ম্মিত মূর্ত্তিটীর কোন অঙ্গ বিনষ্ট হয় নাই। ইহা পল্লীমধ্যস্থ পুষ্করিণী সংস্কার কালে পঙ্ক-মধ্য হইতে প্রাপ্ত হওয়া গিয়াছে বলিয়া অবগত হওয়া যায়।


১৮
ত্রিপুরার স্মৃতি