পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



উদয়পুর

 পুরাকালের ত্রিপুরেশগণ-কর্ত্তৃক প্রতিষ্ঠিত নানাবিধ কীর্ত্তিমালা-পূর্ণ অধুনা “উদয়পুর” নামে প্রসিদ্ধ ত্রিপুররাজ্যের পরিত্যক্ত সুপ্রাচীন রাজধানীটী এতৎ প্রদেশের একটী অদ্বিতীয় গৌরবভূমি। পূর্ব্বে এই স্থান “রাঙ্গামাটি” নামে খ্যাত ছিল এবং ইহাতে বৌদ্ধধর্ম্মাবলম্বী “লিকা” সম্প্রদায়ভুক্ত মঘ নৃপতিগণ রাজত্ব করিতেন।

 খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে বর্ত্তমান ত্রিপুরেশগণের পূর্বপুরুষ নৃপাল “যুঝারফা” বা “হিমতি” কর্ত্তৃক উল্লিখিত “রাঙ্গামাটি” আক্রান্ত হয়, এবং ঘোর সমরে তিনি লিকা মহীপকে পরাজিত করিয়া তদীয় রাজধানী অধিকার করেন। তদনন্তর তিনি তথা হইতেই ত্রিপুররাজ্য শাসন করিতে প্রবৃত্ত হন। এই বিষয় ত্রিপুররাজবংশের ইতিবৃত্ত “রাজমালা”য় এবংবিধ বর্ণিত আছে—

“রাঙ্গামাটি দেশেতে যে লিকা রাজা ছিল।
সহস্র দশেক সৈন্য তাহার আছিল॥

* * * *
ধর্ম্মেতে নিপুণ তারা নামে লিকা জাতি।

রাঙ্গামাটি পূর্ব্বস্থান তাহার বসতি॥
ত্রিপুরার চরগণ তাহাকে দেখিয়া।
যুদ্ধ হেতু সৈন্য সেনা গেলেক সাজিয়া॥

* * * *
দুই সৈন্য মহাযুদ্ধ হইল বিস্তর।

অন্ধকার কেহ কার না হয়ে গোচর॥
ভূমি কম্পমান হৈল রাঙ্গামাটি দেশে।
ত্রিপুরায়ে লৈল গড় লিকা ভঙ্গ শেষে॥

   রাজমালা—যুঝারফা খণ্ড

 নৃপাল “যুঝারফা” কর্ত্তৃক এতদঞ্চল অধিকৃত হওয়া অবধি “কৃষ্ণ মাণিক্য” পর্য্যন্ত

8০
ত্রিপুরার স্মৃতি