উক্ত শিলালিপিতে কল্যাণ মাণিক্যের নাম পরিদৃষ্টে প্রতীয়মান হয় যে, প্রাচীরটা তৎকর্তৃক নিৰ্ম্মিত । প্রাচীর-মধ্যে সংস্থাপিত তিনটী মন্দিরগাত্রে সংলগ্ন প্রস্তরফলক কালক্রমে ক্ষয়প্রাপ্ত হওয়াতে তৎসমুদয়ে উৎকীর্ণ লিপি অস্পষ্ট হইয়া পড়িয়াছে ; এবং এতদ্ব্যতীত কোন কোন স্থানের প্রস্তর ভগ্ন হওযাতে তত্রস্থ অক্ষর সম্পূর্ণ রূপ বিলুপ্ত হইয়াছে । শিবমন্দিরস্থ শিলালিপির প্রথম কিয়দংশ বিনষ্ট হইলেও অবশিষ্ট অংশ সহজেই পাঠ করা ষায় । শিলালিপিট এই – মঠ মতিশয়িতং ধন্য মা তিঞ্জীৰ্ণং নিরুপম মহিমণ নিৰ্ম্মায় সাস্তং তুহিন গিবি স্থতাবল্লভায়াতিবেলং প্রাদাত্তং কৌতুকীনে হর হরিচরণার্চচাদিভাজী প্রবীণঃ । শাকে রামান্ধিব। ণাবনিপরিগণিতে ধন্যমাণিক্যদেবস্তোচ্চৈ: পু ণ্যায নৃত্যচ্চতুরুদধিবধূগীভকীৰ্ত্তেমঠং তং । খ্ৰীত্রি কল্যাণদেবস্ত্রিপুব নরপতিশ্চন্দ্রবংশাবতংসঃ প্রাদ! দুৎস্বজ্য ধৰ্ম্মব্যবহৃতবপুষে ভক্তিতঃ শঙ্কবাঘ । ॥ ৪ { শাকে ১৫৭৩ : ; উল্লিখিত শিলালিপি হইতে এবংবিধ অস্তমিত হয—ধন্য মাণিক্য-কর্তৃক সংস্থাপিত শিবমন্দিব জীর্ণ হইলে কল্যাণ মাণিক্য বর্তমান মন্দির নিম্মাণ কবিযাছিলেন । ८कोों*ोब्रांथ भब्लिङ्ग বর্ণিত মহাদেব মন্দিরের উত্তরদিকে ইষ্টক ও প্রস্তব সংস্থষ্টে নির্মিত যে এক মন্দির সংস্থাপিত, তাহার স্বারের উদ্ধদেশস্থ শিলালিপি হইতে জ্ঞাত হওয়া যায়--- ১৫৭২ শকাব্দে মন্দিরট ত্রিপুরেশ কল্যাণ মাণিক্য-কর্তৃক নিৰ্ম্মিত হইয়। তন্মধ্যে গোপীনাথ-মূৰ্ত্তি প্রতিষ্ঠিত হইয়াছিল । ত্রিপুরার স্মৃতি 8※ ত্রিপুরার স্মৃতি—৪
পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৫৯
অবয়ব