পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBB BBBBS g SBBB BB BBBBBS BBBBBBBBB BBBBB S BBBB জাঙ্গাল, ডম্বরুর পথ, পুরাতন গারদ অর্থাৎ প্রাচীন সেনানিবাস, দুইট সরোবরের সলিল-মধ্যবৰ্ত্তা “জলটঙ্গি’ ও ‘ফুলটঙ্গি” নামক ছুইটী ভবনের ধ্বংসাবশেষ, “লোক পলানী’ নামে খ্যাত একটা দ্বিতল ভগ্ন নিকেতন, চাদ স্বরুজের পুল ; ফুলকুমারীর কুঞ্জ নামক গোমতী নদীর তীরবর্তী একটী ক্ষুদ্ৰ পৰ্ব্বত এবং তৎপ্রান্তদেশস্থ ফুলকুমারী দীর্ঘী ইত্যাদি । উল্লিখিত সরোবর হইতে যে একটা তোপ উদ্ধত হইয়াছিল অধুনা উহ নূতন আগরতলার রাজপ্রাসাদের সম্মুখে স্থাপিত আছে । তৎসম্বন্ধে জনশ্রুতি এই একদ। মুসলমানেরা উদয়পুর আক্রমণ করিলে ত্রিপুর-রাজসৈন্যগণ-কর্তৃক তাহার। তথ। হইতে বিতাড়িত হয় । সেই সময়ে উক্ত রাজ-সৈনিকের যবনদিগের নিকট হইতে তোপট বলপূৰ্ব্বক রাখিয়াছিল । উক্ত তোপের পৃষ্ঠোপরি কতিপয় পারস্ত অক্ষরের রেপ পরিলক্ষিত হয় । কিন্তু লিপি নিচয় এইরূপ ক্ষয় প্রাপ্ত হইয়াছে যে, তাহার পাঠ উদ্ধার করা অসাধ্য । অত্ৰস্থ যে সমুদয় কীৰ্ত্তিমালার বিষয় পূৰ্ব্বে উল্লেখ করা হইয়াছে, তদ্ব্যতিরেকে বিজযসাগর, আমরসাগর, চন্তাইয়ের দীর্ঘী প্রভৃতি বহু জলাশয় ; বদরমোকাম গাজীব দবগাহ, মোগলমসজিদ প্রভূতি মুসলমানগণের ভজনালয় ইত্যাদি আরও বহু প্রাচীন কীৰ্ত্তি-চিন্তু এই জনপদে বৰ্ত্তমান বহিবাছে । চণ্ডীগড় উদয়পুরের পশ্চিমপ্রান্তবত্তী “চণ্ডীগড়’ নামক স্থানে একদ। কতিপয় ইষ্টকনিৰ্ম্মিত নিকেতনাদির ভগ্নাবশেষ বিদ্যমান ছিল বলিয়া অবগত হওয়া যায় । কথিত আছে—ত্রিপুরেশ বিজয় মাণিক্য মানব-লীলাসংবরণ করিলে, শুব। গোপী প্রসাদ বিজয় মাণিক্যের পুত্র তদীয় জামাতা অনন্ত মাণিক্যের প্রাণ বিনাশ পূৰ্ব্বক সিংহাসন আরোহণ করিতে প্রয়াস প্রাপ্ত হন । সেই সময় তদীয় ছহিত। অনন্ত মাণিক্যের বিধবা মহিষীও সিংহাসন আরোহণ করিতে চেষ্টাম্বিত হইলে সুব। গোপী প্রসাদ তাহার কন্যাকে উক্ত চণ্ডীগড় জায়গীর প্রদান পূৰ্ব্বক সেই স্থানের রাণী আখ্যা প্রদান করিয়া সিংহাসন আরোহণ হইতে বিরত করেন । চণ্ডীগড়ের দুর্গ-মধ্যস্থ যে সমুদয় নিকেতনাদিতে অনস্ত মাণিক্যের বিধবা মহিষী ত্রিপুরার স্মৃতি ¢ ግ