পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোন উপায় নিদ্ধারণ করিতে সক্ষম না হওয়াতে তছন্দেতে রঙ্গনারায়ণ র্তাহাকে সাদরে ভোজনার্থে নিমন্ত্রণ করে । এইরূপে নিমন্ত্রিত হইয়া কুমার রামদাস দেব রঙ্গনারায়ণের ভবনে উপস্থিত হইলে তথায় তাহার জনৈক হিতার্থীর নিকট ছরাত্মা রঙ্গনারায়ণের অসদভিসন্ধির বিষয় ঈঙ্গিত বিশেষে জ্ঞাত হন । তথন তিনি চতুরতা পূৰ্ব্বক ভোজন-গৃহ পরিত্যাগ করিয়া স্বীয় আলয়ে গমন করিবার জন্য তদীয় অশ্বের , অমুসন্ধানে অশ্বশালায় গমন করেন ; কিন্তু তথায় তিনি স্বীয় অশ্বপ্রাপ্ত না হওয়াতে রঙ্গনারায়ণেরই একটা অশ্বে আরোহণ পূৰ্ব্বক নিজ-বাসস্থানে প্রত্যাবর্তন করেন । কুমার রামদাস দেব রঙ্গনারায়ণের কবল হইতে প্রাণরক্ষা করিবার পর এই শক্ৰতার প্রতিশোধ গ্রহণার্থে কৃতসঙ্কল্প হইয়। সৈন্যসংগ্ৰহ করিতে প্রবৃত্ত হইলেন । পরম্পরায় লোকমুখে রঙ্গনারায়ণ এই সংবাদ অবগত হইয়। প্রাণভয়ে দুর্গ মধ্যে আশ্রয় গ্রহণ পূৰ্ব্বক রামদাস দেবকে আক্রমণ করিবার জন্য তদীয় ভ্রাতৃ-সমীপে লিপি প্রেরণ করে কিন্তু তাহার দুর্ভাগ্য বশত: সেই পত্র কুমার রামদাস দেবের করগত হয় । তখন তিনি পত্রবাহককে কারারুদ্ধ করিষ। পত্রখানি ভদীয় জনৈক চরের দ্বার। রঙ্গনারায়ণের ভ্রাতার নিকট প্রেরণ করিলেন । লিপি প্রাপ্ত হইলে ব্লঙ্গনারায়ণের ভ্রাত। হৃষ্টচিত্তে পত্রবাহককে আলিঙ্গন করিতে উদ্যত হওয়৷ মাত্র সে অসিপ্রহারে তদীয় শিরচ্ছেদন পূৰ্ব্বক ছিন্নমুণ্ড দুর্গ-মধ্যে নিক্ষেপ করে । ভদ ষ্টে দুরাত্ম রঙ্গনারায়ণ ভাবিল যে, কুমার রামদাস দেব তাহার ভ্রাতাকে যুদ্ধে পরাজিত করিয়, তদীয় মস্তক ছেদন পূৰ্ব্বক তাহাকে বিজয়-বাৰ্ত্ত জ্ঞাপনাথে মুগুটী দুর্গ-মধ্যে নিক্ষেপ করাইয়াছেন । এখন দুর্গটও যে অবিলম্বে আক্রান্ত হইবে এবং সেও নিশ্চয়ই তাহার ভ্রাতার দশ। প্রাপ্ত হইবে, এইরূপ অমুধাবনা করিয়া প্রাণভয়ে ভীত, কাপুরুষ রঙ্গনারায়ণ রজনীযোগে দুর্গ হইতে পলায়নপর হয় । ফুর্ভাগ্যবশতঃ তৎকালে সে অমর দেবের চর-কর্তৃক ধৃত হইয়। প্রাণ দানে স্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করে । এইরূপে চিরশত্রু রঙ্গনারায়ণও তাহাঙ্ক ভ্রাত। নিহত হইলে কুমার রামদাস দেব রাজপ্রাসাদ আক্রমণ পূৰ্ব্বক অধিকার করিতে প্রবৃত্ত হন । তখন দুৰ্ব্ব লচিত্ত জয় মাণিক্য প্রাসাদ ও পরিজন রক্ষা করিতে চেষ্টা না করিয়া পলায়ন করিতে উষ্ঠত হুইলে, তিনি স্বামদাস দেবের জনৈক সৈনিকপুরুষ-কর্তৃক ধৃত হইয় তাহার হস্তে জীবন বিসর্জন করেন। ত্রিপুররাজ্যের স্কায়সঙ্গত উত্তরাধিকারী কুমার রামদাস

  • (ు ত্রিপুরার স্থতি