দ্বার। এই স্থানে বহু দেবমূৰ্ত্তি প্রতিষ্ঠিত হইতে আরম্ভ হয় । কিন্তু দুর্ভাগ্যবশতঃ ঐ মহাপুরুষ কোট দেবমূৰ্ত্তি স্থাপন করিতে কৃতকাৰ্য্য হন নাই-একটা মুক্তি অসম্পূর্ণ থাকিয়া যায় । তজ্জন্য এই স্থান বারাণসী না হইয়া “উনকোটা" আখ্যা প্রাপ্ত হয় ” উল্লিখিত স্থপ্রসিদ্ধ উীথ টা “কৈলাশর” বা "কৈলাশহর” নামক ত্রিপুররাজ্যের উত্তরপ্রান্তদেশস্থ যে উপবিভাগের অন্তর্গত, ত্রিপুরার স্বনামধন্য মন্ত্রী স্বগীয় ধনঞ্জয় ঠাকুর সেই অঞ্চল পরিদর্শন পূৰ্ব্বক যে এক বিবরণী লিপিবদ্ধ করিয়াছিলেন, তাহতে এই স্থানের নাম সম্বন্ধে স্বেরূপ বিবৃত আছে-উহ। তাহারই ভাষায় নিম্নে প্রদত্ত হইল । “কৈলাসেশ্বর ভূতভাবন ভবানীপতি স্থানে স্থানে খোদিত ও অঙ্কিত দেবদেবীর মূৰ্ত্তি সহকারে প্রতিষ্ঠিত ও বিরাজমান থাকা হেতুই ঐ তীর্থের নাম উনকোটী ও তদধিপতির নাম উনকোটশ্বর এবং তৎসংলগ্ন পরগণার নাম কৈলাস হর হইয়াছে । বস্থত: “কৈলাসের হর অবস্থিত" এই অর্থেই “কৈলাস হর” হইয়াছে কেবল—সময়ের শ্ৰেণতে উচ্চারণের তারতম্য হইয়াই সেই কৈলাস শব্দের “স" হর শব্দের সহিত পরে মিলিত হইয়। শহর শব্দ সম্পন্ন হইয়। পড়িয়াছে : তন্মলেই "কৈলাস" “হর" উচ্চারণ না হইয়। তৎস্থলে “কৈলাশহর" উচ্চারিত হইয়া আসিতেছে উপলব্ধি হয় । ফলতঃ এতদ্ভিন্ন এই নাম স্থষ্টি হইবার আর কোন বিশেষ কারণ খুজিযা পাই নাই ।” লোকে কহে-উনকোটীর পাণ্ড। বলিয়। পরিচিত এতদঞ্চল-নিবাসী ব্রাহ্মণগণের নিকট “উনকোটী মাহাত্ম্য” নামক কতিপয় হস্তলিখিত গ্রন্থ আছে । তন্মধ্যের এক থামিতে উক্ত তীর্থের সম্বন্ধে যেরূপ লিপিবদ্ধ আছে বলিয়া জ্ঞাত হওয়া যায়, তাহা নিম্নে প্রদত্ত হইল । “বিন্ধ্যান্দ্ৰেঃ পাদসম্ভৃতে। বরবক্র স্বপুণ্যদ । দক্ষিণস্যাং নদস্যাস্ত পুণ্যামমু নদীশ্বত ॥ অময়োরস্তুর রাজন উনকোটা গিরির্মহান । যত্ৰ তেপে তপঃ পূৰ্ব্বং মুমহং কপিলে মুনিঃ ॥ তত্ৰ বৈ কপিলং তীৰ্থং কপিলেন প্রকাশিতম। লিঙ্গঙ্ক কপিলং তত্ৰ সৰ্ব্ব-সিদ্ধি প্রদং নৃণাম ॥" ত্রিপুরার স্থতি ག། ༢༽༤
পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৮৭
অবয়ব