পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কসবা ত্রিপুর জিলার সদর ষ্টেসন কুমিল্লানগরী ও আখাউর গ্রামের মধ্যবৰ্ত্তী লৌহবক্সের পশ্চিমদিকে মুরুনগর পরগণাৰ অন্তর্গত “কসবা" নামে গ্যাত প্রাচীন এক জনপদ আছে। জনশ্রুতি এই—পূৰ্ব্বে উক্ত জনপদ কৈলারগড় নামে অভিহিত হইত, এবং একদা এইস্থানে কিয়ংকালের জন্য ত্রিপুররাজ্যের সাময়িক একটা রাজধানী স্থাপিত হইয়াছিল। অত্রস্থ লৌহবন্মের পর্বপাশ্বে-বৰ্ত্তমান ত্রিপুর-ৰাজ্যের পশ্চিমপ্রান্তদেশস্থ অরণ্যাকীর্ণ শ্বাপদসঙ্কল পৰ্ব্বতমালার পশ্চিমে—“কমলাসাগর" নামে প্রসিদ্ধ যে দীঘিকা আছে, তাহ খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে ত্রিপুর্বাধিপতি “ধন্য BBBBS BB BBBB SBBBBBS BB BBBB BBBB BBBBBBB BBS প্রদান করিয়াছিলেন । উল্লিখিত সরোবরের পূৰ্ব্বতীববৰ্ত্তী উচ্চ ভূমিখণ্ডের পৃষ্ঠোপরি অবস্থিত মন্দিরমধ্যে একটা দশভূজা ভগবতীর পাষাণ মূৰ্ত্তি স্থাপিত আছে । কথিত আছে—উহ। ত্রিপুরেশ “কল্যাণ মাণিক্য" কর্তৃক প্রতিষ্ঠিত । তৎসম্বন্ধে প্রবাদ এই—শ্ৰীহট্ৰজিলাৰ উপবিভাগ হবিগঞ্জেব অন্তর্গত "কাসিমনগর” পরগণার মধ্যবর্তী "ধৰ্ম্মসর" নামক গ্রামনিবাসী জনৈক ব্রাহ্মণের গৃহে পূৰ্ব্বে দেবীমূৰ্ত্তিটা ছিল । ত্রিপুরেশ কল্যাণ মাণিক্য উক্ত শক্তিদেবী-কর্তৃক স্বপ্নে আদিষ্ট হুইয়। মূৰ্ত্তিটি তথা হইতে আনয়নপূর্বক প্রাগুক্ত "কৈলারগড" নামে প্রসিদ্ধ দুর্গ মধ্যে প্রতিষ্ঠিত করেন । এই বিষয় ত্রিপুরবংশালীতে এবংবিধ বিবৃত আছে – “মনে মনে আদ্যাশক্তি ভাবিতে লাগিল । কৃপা করি জয়কালী স্বপ্নে দেখাইল । কাশীমনগর পরগণাতে আমি বাস করি । তথা হৈতে রাজা তুমি আমাকে নেও হরি। গ্রামেতে আমাকে দ্বিজে কৈরাছে স্থাপন । এইস্থানে থাকি আমার তৃপ্তি নহে মন । 勒-8 ত্রিপুরার স্মৃতি