পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধানগর গ্রামস্থ পঞ্চরত্ন-মন্দির আসাম-বাঙ্গালী লৌহবক্সের যে এক শাথা ত্রিপুর। জিলার উপবিভাগ ব্রাহ্মণবাষ্ট্ৰীয়া হইতে পূৰ্ব্বাভিমুখে আগত হুইয়া চট্টগ্রাম ও আসামের মধ্যস্থ লৌহবক্সের সহিত আখাউর গ্রামে মিলিত হইয়াছে, ভংসন্নিকটে পূৰ্ব্ব-দক্ষিণ কোণে “কালীগঞ্জ” নামক একটা প্রাচীন গ্রাম আছে ; অধুনা উহা রাধানগর নামে পরিচিত । উক্ত গ্রামস্ত দুইট দীধিকার মধ্যবর্তী ভূমিখণ্ডে রাধামাধবের মন্দির নামে খ্যাত একটা প্রাচীন দেবমন্দির স্থাপিত আছে। - খৃষ্টীয় অষ্টাদশ শতকীতে ত্রিপুরেশ “কৃষ্ণ মাণিক্য” উদয়পুর পরিত্যাগ করিয়া যে সময় বৰ্ত্তমান "পুরাতন-আগরতলা" তে আগমন পূর্বক রাজধানী স্থাপন করেন, তৎকালে তিনি উল্লিপিত জনপদ-মধ্যস্ত দীর্ষিক খনন করাইয়াছিলেন । দীঘিকাদ্বয় খননের পর একটা তৎকর্তৃক এবং অপরট ‘জাহ্নবী দেবী” নামী তদীয় মহিষী-কর্তৃক ১২৭৫ ত্রিপুরাব্দে উংকৃষ্ট হইয়াছিল। ১১৮৫ ত্রিপুরান্ধে ধৰ্ম্মপরায়ণ রাণী জাহ্নবী দেবী উল্লিখিত দুইটি সরোবরের মধ্যবর্তী তীরদেশে প্রাগুৰু মন্দিরটা নিৰ্ম্মাণ করাইয়। তন্মধ্যে রাধামাধবের বিগ্ৰহ প্রতিষ্ঠিত করেন । এই বিষয় মন্দির-গাত্রস্থ শিলালিপিতে যাহা উল্লেখ আছে তাঙ্গর প্রতিলিপি নিম্নে প্রদত্ত হইল। "স্বস্তি—আসীদভূপৈকভূপ: ক্ষয়িতরিপুকুলঃ কল্যাণ দেবঃ ক্ষিতেী, তৎপুত্র কীর্তিবন্ত্রীপ্রথিত কুরপুরোগোবিন্দদেবো নৃপঃ। তৎসুতুধৰ্ম্মশীল: প্রবলৰূপবরে রামদেবঃ প্রতাপী, তর্জ: প্রকৃষ্ণসেবা নবরত কুতধীর্দেবোমুকুন্দোনুপ: | ভৎসুতুৰ্বিপ্র গোপ্তাহরিকুল বিজয়ৈ বিশ্ববিভ্রান্তকীৰ্ত্তি: প্রযুক্তঃ কৃষ্ণদেবঃ ক্ষিতিপতিরিতি তৎপত্নী মহেষী শুভ। নাম্না ঐ জাহ্নবী সা পত্তিচরণরত বিষ্ণবে কৃষ্ণপ্রত্যা, প্রাদারমোইকাভিবিরচিতমমলং মন্দিরং পঞ্চরত্নং। ত্রিপুরার স্বতি جاءَ