পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । f 8شty মহিলা নিউটনের অধ্যয়ন-গুহে প্রবিষ্ট হইয়া দেখিলেন, নিউটন গভীর চিন্তায় নিমগ্ন রহিয়াছেন । রমণী নিউটনের চিন্তা ভঙ্গ করিতে সাহস না করিয়া কিয়ৎকাল তাহার আসনের পশ্চাতে দণ্ডায়মান রহিলেন । নিউটন চুরুট খাইতে খাইতে এক একবার নিকটস্থ মহিলার গাত্রবস্ত্রে চুরুটের ছাই মুছিতেছিলেন । যখন র্তাহার ধ্যান ভঙ্গ হইল, আলোচনা শেষ হইল, তখন আসন হইতে উঠিয়া সেই মহিলাকে দেখিতে পাইলেন, এবং তাহার গাত্রবস্ত্রে চুরুটের ছাই দেখিয়া লজ্জায় ম্রিয়মাণ হইলেন। নিউটন অতি কাতরভাবে সেই মহিলার নিকট বার বার ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন । মহিলা বলিলেন, “আপনি যেরূপ চিন্তামগ্ন ছিলেন, তাহাতে আপনার দুঃখ প্রকাশ করিবার কোন কারণই দেখিতেছি না ।” গ্রীক গণিতশাস্ত্রবেত্তাদিগের মধ্যে আরকিমেডিস্ সর্ববশ্রেষ্ঠ ছিলেন। তাহার সহিত সাইরাকিউসের নৃপতির সম্পর্ক ছিল। কথিত আছে, নৃপতি একদা স্বর্ণকারের দ্বারা একটা স্বর্ণমুকুট প্রস্তুত করাইয়াছিলেন। স্বর্ণকার মুকুট প্রস্তুত করিয়া রাজার হস্তে প্রদান করিলে, নরপতি আরকিমেডিসকে সেই মুকুটে অকৃত্রিম স্বর্ণ ব্যতীত অন্য কোনও পদার্থ মিশ্রিত হইয়াছে কিনা তাহা নির্ণয় করিতে দেন। আরকিমেডিস্ একাগ্রচিত্তে এই বিষয় চিন্তা করিতে প্রবৃত্ত হইলেন। একদিন এই রিষয় চিন্তা করিতে করিতে একটা ঝরণার নিকট গমন করিলেন। তখন ঝরণার নিম্নে ক্ষুদ্র ক্ষুদ্র জলাধার ( চৌবাচ্চ ) থাকিত, লোকের