পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰশদ্যা< শ । গুহকের সহিত ভরতের সাক্ষাৎ . রামেরে আনিতে যায় সমস্ত কটক । বাল বৃদ্ধ কেহ কারো না মানে আটক ॥ অনন্ত সামন্ত চলে যুদ্ধসেনাপতি । ভরতের সাথে চলে রথী মহারথী ॥ আছেন যমুনা পারে রাম বনবাসে । ভরত গেলেন তবে শৃঙ্গবের দেশে ॥ পৃথিবী যুড়িয়া ঠাট এক চাপে যায়। গঙ্গাতীরে বৈসে গুহ করে অভিপ্রায় ॥ কোন রাজা আইসে বুঝি যুদ্ধ করিবারে । আপনার ঠাট গুহ একঠাই করে ॥ চিনিলেক বিলম্বে সে অযোধ্যার ঠাট । আপন কটকে গুহ আগুলিল বাট ৷ গুহ বলে দেখি ভরতের সেনাগণ । শ্রীরামের সাথে আইসে করিবারে রণ ॥ পরা’ল বাকল তারে পাঠাইল বনে । রাজ্যখণ্ড নিল তবু ক্ষমা নাহি মনে ॥ সাজ রে চণ্ডাল ঠাট চাপে দিয়া চড়া । বিষম শরেতে মুই কাটি হাতী ঘোড় ॥