পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । - ఎరి ভীম দুর্য্যোধন, দোহে করে রণ, উঠিল রণতরঙ্গ ॥ দুই মহাবলী, গদা স্বন্ধে তুলি, ফিরায় মণ্ডলী করি । সঘনে গর্জন, করে দুই জন, যেমন দুই কেশরী ॥ যেন দুই হাতী, ধায় দ্রুতগতি, পদভরে র্কাপে ক্ষিতি । দুই বৃষে যেন, করয়ে গর্জন, কম্পিত শেষাহিপতি ॥ পূরিয়া সন্ধান, কৌরব প্রধান, ভীমেরে মারিল গদা । পুষ্পমালা প্রায়, বৃকোদর তীয়, নাহি কিছু পায় ব্যথা ॥ দুই গদাঘাত, যেন বজাঘাত, ঠনঠনি শব্দ শুনি । দুৰ্য্যোধন অঙ্গে, ভীম মহারঙ্গে, করে গদার ঘাতনি ॥ মহা গদাঘাত, খায় কুরুনাথ, পড়িল ধরণীতলে । . পড়ি ক্ষণমাত্র, ধৃতরাষ্ট্ৰপুত্র, সেইক্ষণে উঠে বলে ॥