পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సా\ు ত্রিসন্ধি । এক দুই তিন চারি পাঁচ ছয় মাসে । নামকরণ অন্নপ্রাশন দিবসে ॥ পুত্ৰ মহোৎসব করে মিশ্র পুরন্দর । অলঙ্কারে ভূষিল সোণার কলেবর ॥ লোচন দাস । এই মত দিনে দিনে শ্রীশচীনন্দন । হাটিয়া করয়ে সদা অঙ্গনে ভ্রমণ ॥ আজামুলম্বিত ভুজ অরুণ অধর । সকল লক্ষণযুক্ত বক্ষ পরিসর । সহজে অরুণ দেহ গেীর মনোহর । বিশেষ অঙ্গুলি কর চরণ সুন্দর ॥ বালক স্বভাবে গোরা যবে চলি যায় । রক্ত পড়ে হেন দেখি মায়ে ত্রাস পায় ॥ দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত । নির্ধন তথাপি দোহে মহা আনন্দিত ॥ কানাকানি করে দোহে নির্জনে বসিয়া । কোন মহাপুরুষ বা জন্মিল আসিয়া ॥ এমন শিশুর রীত কতু নাহি শুনি । নিরবধি নাচে হাসে শুনি হরিধবনি । তাবৎ ক্রনদন করে প্রবোধ না মানে । . বড় করি হরিধবনি যাবৎ না শুনে ।