পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৈলাস-বৰ্ণন। কৈলাস ভূধর, অতি মনোহর, কোটি শশী পরকাশ, গন্ধৰ্ব্ব কিন্নর, যক্ষ বিদ্যাধর, অপৃসরোগণের বাস । তরু নানা জাতি, লতা নানা ভাতি, ফল ফুলে বিকসিত, বিবিধ বিহঙ্গ, বিবিধ ভুজঙ্গ, নানা পশু সুশোভিত । অতি উচ্চতরে, শিখরে শিখরে, সিংহ সিংহনাদ করে, কোকিল হুঙ্কারে, ভ্রমর ঝঙ্কারে, মুনির মানস হরে । মৃগ পালে পাল, শার্দল রাখাল, কেশরী হস্তিরাখাল, ময়ুর ভুজঙ্গে, ক্রীড়া করে রঙ্গে, ইন্দুরে পোষে বিড়াল । সবে পিয়ে সুধা, নাহি তৃষ্ণ ক্ষুধা, কেহ না হিংসয়ে কারে, যে যার ভক্ষক, সে তার রক্ষক, হেন দৃশ্ব চারি ধারে ।