পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুচারু বিশ্ব । মরি কিবা শোভাময় এ ভব-ভবন যখন যে দিকে চাহি, জুড়।ম নয়ন। দিবানিশি রবি শশী প্রকাশি গগনে, ভুবন উজ্জ্বল করে বিমল কিরণে ! স্থলজ কুস্থমজালে শোভা করে স্থল, কমলে শোভিত কিবা সরসী কোমল । শ্যামল বিটপিদল কিবা শোভা ধরে । লতার ললিত রূপ আঁখি মুগ্ধ করে। বারিধির ভীম রূপ শোভার ভাণ্ডার, হেরিয়া না হয় মন বিমোহিত কার ? যে করেছে কোন দিন গিরি আরোহণ, সে জানে ভূধর-শোভা বিচিত্র কেমন ! কোন স্থানে বেগবতী স্রোতস্বতিগণ, অধোমুখে খরবেগে বহে প্রতিক্ষণ । স্থানে স্থানে কত শত কন্দরনিকরে, অহহ ! স্বভাব কিবা চারু শোভা ধরে । কোন স্থানে চরিতেছে মাতঙ্গের দল, কোন স্থানে ক্রীড়া করে কুরঙ্গ সকল । এইরূপ জগতের শোভা সমুদয়, . ভাবি, ভাবরসে ভাসে ভাবুক নিচয় । क्लक्षफटश भलूमनांब्र ।