পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতা-পুত্র। ( > ) কায়কোবাদের রাজত্ব যবে— প্রজা করে হাহাকার । বাদশা থাকেন প্রমোদোৎসবে কে দেখে তাদের তার ? কোথা বলবন গিয়াহুদ্দীন \ হায়রে তাহার বংশ পাবে বুঝি লোপ, গৌরব তার হবে বুঝি হায় ধবংস ! কুমন্ত্রী যত কায়কোবাদেরে যাহা বলে তাই করে, প্রতাপে তাহার স্বহৃৎ স্বজন সকলেই ভয়ে মরে । ( = ) নাশের উদদীন ছিল তার পিতা বাংলায় সেইক্ষণ, কায়কোবাদের কুযশে তাহার হইল ক্ষুণ্ণ মন ।