পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । লিখিলা পত্র। বুঝিলা যখন মসীতে হবেনা ফল ধরি অসি চলে শাসিতে পুত্রে লইয়া সৈন্য দল । ফেলিল শিবির নাশের উদ্দীন ঘর্ঘরা নদীতীরে । সম্রাটু-ফৌজ সমর লাগিয়া ত্বরায় তথায় ভিড়ে । ( へごの ) সমুখ সমরে নিজ আত্মজে কেমনে হানিবে তীর স্নেহময় পিতা নাশের উদ্দীন ভাবি হন অস্থির । তিন দিন ধরি চলিল কেবল পত্রের বিনিময়— লিখে পিতা শেষে, “পুত্র আমার, মানিলাম পরাজয় । কিছু নাহি চাহি মাগি দরশন— একবার দেখা দাও । তার পর তুমি আপন রাজ্যে গৌরবে ফিরে যাও ।” סאo צ