পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У 9 ত্রিসন্ধি । জীর্ণ চীর-পরা বনবাসীরে বসাল নৃপ রাজাসনে, মুকুট তুলি দিল মলিন শিরে, ধন্য কহে পুরজনে । স্ত্রীরবীন্দ্রনাথ ঠাকুর । কাঙালিনী । আনন্দময়ীর আগমনে, আনন্দে গিয়াছে দেশ ছেয়ে । হের ওই ধনীর দুয়াবে দাড়াইয়া কাঙালিনী মেয়ে ! বাজিতেছে উৎসবের বঁাশি কানে তাই পশিতেছে আসি, স্নান চোখে তাই ভাসিতেছে দুরাশার স্থখের স্বপন ; চারিদিকে প্রভাতের আলো নয়নে লেগেছে বড় ভালো, আকাশেতে মেঘের মাঝারে শরতের কনক তপন ।