পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> >ミ ত্রিসন্ধি । ছোট ছোট ছেলেমেয়েগুলি, ভাইবোন করি গলাগলি, অঙ্গনেতে নাচিতেছে ওই ; বালিকা দুয়ারে হাত দিয়ে, তাদের হেরিছে দাড়াইয়ে, ভাবিতেছে নিশ্বাস ফেলিয়ে

  • আমি ত ওদের কেহ নই ! স্নেহ ক'রে আমার জননী

পরায়ে ত দেয়নি বসন প্রভাতে কোলেতে করে নিয়ে মুছায়ে ত দেয়নি নয়ন।” আপনার ভাই নেই বলে’ ওরে কিরে ডাকিবে না কেহ । আর কারো জননী আসিয়া ওরে কিরে করিবে না স্নেহ ? ওকি শুধু দুয়ার ধরিয়া উৎসবের পানে রবে চেয়ে, শূন্তমনা কাঙালিনী মেয়ে । অনাথ ছেলেরে কোলে নিবি জননীরা আয় তোরা সব, মাতৃহারা মা যদি না পায় তৱে আজ কিসের উৎসব ।